জাল সনদের খবর বন্ধে ঘু‘ষ নেয়া সাংবাদিকদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, ‘যেসব সাংবাদিকের নাম এসেছে, তাঁরা গ্রেপ্তার শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন অথবা ডিবির মুখোমুখিও হতে পারেন।
যদি তাঁদের (সাংবাদিকদের) সপক্ষে কোনো প্রমাণ থাকে, তবে তা উপস্থাপন করতে পারেন। সাংবাদিক যাঁদের নাম এসেছে, প্রয়োজন হলে আমরাও তাঁদের সঙ্গে কথা বলব।’
কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতি চক্রের হোতা ও সিস্টেম এনালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
কারিগরি সনদ জালিয়াতি কান্ডের মূলহোতা শামসুজ্জামানের জবানবন্দিতে সাংবাদিক ও দুদক কর্মকর্তা সহ অনেকের নাম এসেছে। সাংবাদিকরা জাল সনদের খবর বন্ধে লাখ লাখ টাকা নিয়ে আসছিলো।