কেন্দ্রীয় ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে আনন্দ মিছিল করে
নিজস্ব প্রতিবেদক :
জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে সোনারগাঁ উপজেলা ছাত্রদল আনন্দ মিছিল করে।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা রুবেল নিলয়, বিল্লাল হোসেন সরকার, রাতুল হাসান, মাজহারুল ইসলাম, মহিবুল্লাহ খোকন, আদনান সজল, আলী হায়দার কাইয়ুম, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ শিকদার, যুগ্ম-আহ্বায়ক কাজী নাদিম আহমেদ, রনি মিয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শাহজালাল আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা সিফাত আদনান, শাহাদাত হোসেন রনি, মওলানা ফজলে রিমন, সৈয়দ কবির হোসেন, সাইদুল ইসলাম, সোহান মিয়া, ডেবিট মুন্না, আবু ইসলাম, সজীব আহমেদ বাশার, ফাহিম মিয়া, জুনায়েদ মিয়া, ইউনুস খাঁন, সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদল নেতা মামুন মিয়া, রাহাত হোসেন শুভ প্রমুখ।