কুতুবপুরে ভীত হয়ে মনোনয়ন প্রত্যাহার হাতপাখার প্রার্থীর
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে হাতপাখার প্রার্থী ভীত সন্তস্ত্র হয়ে সাংগঠনিক নির্দেশনা অমান্য করে প্রার্থীতা প্রত্যাহার করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার যৌথ সভায় হাফেজ জাকির হোসেনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। এর আগে গত ১৬ই অক্টোবর হাতপাখার প্রার্থী জাকির হোসেন জেলা নির্বাচনী অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি চলছিলো। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক কুতুবপুর ইউনিয়নে হাতপাখা মার্কায় হাফেজ জাকির হোসেন কে মনোনয়ন দেয়া হয়। কিন্তু মনোনয়ন দাখিলের পর থেকেই নৌকার প্রার্থী কর্তৃক হাতপাখার প্রার্থী হাফেজ জাকির হোসেন ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করার চেষ্টায় থাকে।