খেলার খবর

এবার বল হাতেও সাকিবের অনন্য কীর্তি

ডেস্ক নিউজ, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়ের ম্যাচে শহীদ আফ্রিদির রেকর্ড স্পর্শ করেন সাকিব আল হাসান। একই ম্যাচে আরও এক অনন্য কীর্তি গড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

স্কটল্যান্ডের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সেই শঙ্কা দূর করে পরের পর্ব নিশ্চিত করেছে টাইগাররা। এ দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন সাকিব।
এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাংলাদেশের সর্বশেষ ছয়টি ম্যাচে জয়ের নায়ক সাকিব। সর্বশেষ ছয়টি জয়ে অবদান রেখে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেন সাকিব। ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান সংগ্রহের পর বল হাতে ৪ ওভারে মাত্র ৯ রানে শিকার করেন ৪ উইকেট। এমন নান্দনিক পারফরম্যান্সের সুবাদে দলের জয়ে ম্যাচ সেরা হন সাকিব।

এদিন, ম্যাচ সেরা হওয়ার মধ্য দিয়ে আইসিসির আসরগুলোতে বাংলাদেশের সর্বশেষ ছয়টি জয়ে পুরস্কার জিতলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে ম্যাচ সেরা হন তিনি।

Related Articles

Back to top button