কুমিল্লার কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়া খুনের এক নং আসামি শাহ আলমকে জানাজা ছাড়াই নগরের টিক্কাচর কবরস্থানে পুলিশ পাহারায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোররাতে চাঁনপুর গোমতি বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় সন্ত্রাসী শাহ আলম।
কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ জোড়াখুনের মামলার প্রধান আসামি শাহ আলম সুজানগর বউ বাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা। সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আর নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে এই মামলার অন্য দুই আসামি সাব্বির ও সাজনও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।