কলাগাছিয়ায় বিজয়ী লাঙ্গল, কোন কেন্দ্রে কত ভোট পেল নৌকা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গলের প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী কাজিম উদ্দিন নৌকা প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৪০৭ ভোট।
তারা কোন কেন্দ্রে কত ভোট পেয়েছেন তার হিসেবে দেয়া হলো।
তথ্যমতে চর ঘারমোড়া কেন্দ্র লাঙ্গল ৪৯৪, নৌকা ৬৭০ ভোট। ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঙ্গল ১ হাজার ৬২৭ ভোট, নৌকা ১ হাজার ১৫১ ভোট। শুভকরদী ভোট কেন্দ্রে লাঙ্গল-৭৬২ ভোট, নৌকা ১ হাজার ১১৪ ভোট। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৭৮১ ভোট, লাঙ্গল ৬০৩ ভোট। ২নং মাধবপাশা কেন্দ্রে নৌকা ২১০ ভোট, লাঙ্গল ১ হাজার ৫৯৬ ভোট। কল্যান্দী কেন্দ্রে লাঙ্গল ১ হাজার ২২০ ভোট, নৌকা ৯৮১ ভোট। বুরুন্দি কেন্দ্রে লাঙ্গল ১ হাজার ৩৬৫ ভোট, নৌকা ৬২০ ভোট। হাজরাদী কেন্দ্রে লাঙ্গল ৫৪৮ ভোট, নৌকা ৩২৮ ভোট। দীঘলদী কেন্দ্রে লাঙ্গল ৯৪৩ ভোট, নৌকা ৪০০ ভোট। সেলসারদী কেন্দ্রে লাঙ্গল ১ হাজার ৪৬৫ ভোট, নৌকা ৫৬০ ভোট। চুনাভূড়া কেন্দ্রে লাঙ্গল ৫৫২ ভোট, নৌকা ৫৯২ ভোট।