আজ শুক্রবার সকাল ১০টায় টমছমব্রিজ কোটবাড়ি রোডে কর্ণফুলী গ্রিন ভিউ টাওয়ারের ফ্ল্যাটের চাবি হস্তান্তর উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী ডেভেলপার লি. ব্যবস্থাপনা পরিচালক মো: মজিবুর রহমান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মো: মোরশেদ আলম।
সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো: মিজানুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট একেএম কামাল উদ্দিন, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. শফিকুল আলম পাটোয়ারী, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট বদিউল আলম মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, কোম্পানির ডিএমডি আজিজুর রহমান ভূঁইয়া, কর্ণফুলী ফ্রেন্স টাওয়ারের সভাপতি মো: ওয়াহিদুজ্জামান দুলাল, সার্জেন্ট মো: মজিবুর রহমান, সার্জেন্ট মনিরুল ইসলাম, ডা. জামিল আহমেদ।
কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. শফিকুল আলম পাটোয়ারী বলেন, ‘কুমিল্লায় যারা ব্যবসা করেন কর্ণফুলী অন্যতম। আমার দেখা কর্ণফুলী উন্নতমানের মেটেরিয়াল ব্যবহার করে। যারা এখানে ফ্ল্যাট কিনেছেন তারা সুভাগ্যবান।’
বিশিষ্ট আইনজীবী এডভোকেট বদিউল আলম সুজন বলেন, সততা ও বিশ্বস্ততার দুর্ভিক্ষে কর্ণফুলী ডেভেলপার মাথা উঁচু করে ব্যবসা করে
এলাকাবাসী পক্ষে বক্তব্য রাখেন মাসুদ আলম হিমু, হেলাল উদ্দিন বশির,বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মো: হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো: হোসাইন প্রমুখ।
কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ মো: হুমায়ুন কবির বলেন, ‘এই এলাকা অন্ধকার ছিল, আলোকিত করেছে কর্ণফুলী ডেভেলপার ”
ফ্ল্যাট মালিক জসিম উদ্দিন বলেন, আমরা কর্ণফুলী ডেভেলপারের প্রতি খুবই সন্তুষ্ট, সঠিক মান বজায় রেখে তারা কাজ করেছেন।
ওয়াহিদুজ্জামান দুলাল বলেন, “কুমিল্লার উন্নয়নে কর্ণফুলী ডেভেলপারের ভূমিকা অপরিসীম। যে সময় সবাই ঢাকায় ব্যবসা করার জন্য ছৃটছেন, সে সময় কর্ণফুলী কুমিল্লাকে আলোকিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো: নোমান। অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও খতিব মাওলানা মো: শাহজালাল।
ফ্ল্যাট মালিকদের পক্ষে বক্তব্য রাখেন মো: জসিম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানির জিএম ফয়েজ আহমাদ।