বিনোদন

“কবিতা সন্ধা” কবি শাহেদ কায়েসের আয়োজনে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

গত রবিবার বিকেল ৫টায় আলী চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয় সুবর্ণগ্রাম আড্ডা। কবিদের মিলন মেলা, আর সেই মিলন মেলা হয়ে উঠে যেন “কবিতা সন্ধা”। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন কবি শাহেদ কায়েস। প্রথম পর্বে ছিল নারায়ণগঞ্জের নির্বাচিত কবিদের কবিতা পাঠের আয়োজন। কবিতা পড়েন শাহেদ আলী মজনু,মোহাম্মদ সেলিম, রমজান বিন মোজাম্মেল, রইস মুকুল, করিম রেজা, জাহাঙ্গীর ডালিম, কাজী আনিসুল হক হীরা, অভি জাহিদ, অপার অরণ্য, বিভা বৃষ্টি, শংকর প্ৰকাশ, মাকসুদা ইয়াসমিন, রাজলক্ষ্মী । কবিতা নিয়ে

আলোচনা করেন কবি রইস মুকুল এবং কবি করিম রেজা। কবিতা পর্বটি সঞ্চালনা করেন বিভা বৃষ্টি। দ্বিতীয় পর্ব সংলাপে ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক সাদ কামালী । সাদ কামালী কথা বলেন কথাসাহিত্য, সাহিত্যে শ্লীল-অশ্লীল, গল্পে অপ্রচলিত বিষয়, সাহিত্যে সমপ্রেম, লেখার আঙ্গিক, চলচ্চিত্র- ভ্রমণ, তাঁর নিজের সাহিত্য চর্চা এবং আরও প্রাসঙ্গিক বিষয় নিয়ে। দর্শক-শ্রোতা ব্যাপক আগ্রহ নিয়ে সংলাপ শোনেন এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয় অংশগ্রহণ করেন। তাঁর সঙ্গে সংলাপে ছিলেন কবি ও দর্শন ভাবুক সরকার আমিন ও শাহেদ কায়েস।

Related Articles

Back to top button