এজাজ মেম্বারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
সজীব হোসেন, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য হিসেবে মোঃ এজাজ আহাম্মেদ এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪মার্চ) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকায় স্থানীয় কমিটি সেন্টারে নবীনগর ঐক্যজোট যুবসমাজের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের এজাজ মেম্বার বলেন , আপনাদের সেবায় এক বছর যাবৎ যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালন করার চেষ্টা করে আসছি।
গত এক বছরে আমার এই শম্ভুপুরা ৫নং ওয়ার্ডের উন্নয়ন মূলক সকল কাজ করার চেষ্টা করছি।
আগামী দিনগুলো এলাকাবাসীকে সাথে নিয়ে ৫নং ওয়ার্ডের নানা উন্নয়ন মূলক কাজগুলো করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর ঐক্যজোট যুব সমাজ সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।