সোনারগাঁয়ের খবর

ঈদের আনন্দে নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অলিপুরা এলাকায় ঈদের আনন্দের অংশ হিসেবে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামলে সিয়াম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়ে যায়।

শুক্রবার (৩০ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ সিয়াম সোনারগাঁ উপজেলার নাজিরপুর মগবাজার এলাকার মৃত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অলিপুরা ব্রিজের নিচে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায় সিয়াম। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে আত্মীয় স্বজনকে জানায়। পরবর্তীতে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে আসেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন কুমার হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কিশোরকে উদ্ধার করতে আমাদের ২টি ইউনিট কাজ করছে। পাশাপাশি নারায়ণগঞ্জের এক ডুবুরি টিমকে ঘটনাস্থলে আনা হচ্ছে। এখনো পর্যন্ত ঐ কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

Related Articles

Back to top button