নির্বাচনের খবর

শামীম ওসমান বড় ভাই, মান-অভিমান থাকতেই পারে: আইভী

নিজস্ব নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। সোমবার প্রার্থী তালিকার পর মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী নতুন বছরের প্রথম মাসের ২য় সপ্তাহে ভোট গ্রহন হবে। এ নির্বাচনে শামীম ওসমানের অবস্থান সম্পর্কে সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘উনি আমার বড়ভাই, উনি একজন এমপি। এমপি হওয়ার কারণে উনি প্রচারণায় আসতে পারবেন না। যেহেতু উনি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, শেখ হাসিনার কর্মী, সেহেতু উনি নৌকার বাইরে যাবেন না। উনিও কিন্তু নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করেন। মান-অভিমান, দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে। কিন্তু সবাইকে আহ্বান জানাবো, একসঙ্গে নৌকার জন্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, বাংলাদেশ বিনির্মাণে কাজ করি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়ার পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র ও কাউন্সিলরদের মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।

আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক পাওয়ার পর সরকারদলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা বরাবরের মতো এবারো জয়যুক্ত হব আশা করছি। সর্বশেষ ২০১৬ সালেও আমি নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলাম। বিগত দিনে আমি মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আশা করি এবারো জনগণ আমার সঙ্গে থাকবেন। আমি আওয়ামী লীগ করি বিধায় আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। দল সব দিক চিন্তা করেই আমাকে প্রতীক দিয়েছে।

আইভী আরও বলেন, আমি কখনই সরকার বা সরকারি দলের কোনো সুবিধা নেইনি। আমি নিজেও আচরণবিধি লঙ্ঘন করি নাই।

এদিকে মেয়র পদে আরও ৫ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা হলেন- ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ দলীয় প্রতীক হাতপাখা, খেলাফত মজলিশের প্রার্থী এবিএম সিরাজুল মামুন দলীয় প্রতীক দেয়ালঘড়ি, খেলাফত আন্দোলনের প্রার্থী জসিম উদ্দিন বটগাছ, কল্যাণ পার্টির প্রার্থী রাশেদ ফেরদৌস দলীয় প্রতীক হাতঘড়ি বরাদ্দ পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম বাবু এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতীক বরাদ্দ নিতে আসেননি।

Related Articles

Back to top button