খেলার খবর

তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের

অনলাইন নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

অধিনায়ক মাহমুদউল্লাহ ও লিটন দাসের ব্যাটে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সীমান্তের কাছে জেসন হোল্ডারের তালুবন্দী হন লিটন। এর আগে তিনি ৪৩ বলে ৪৪ রান করেন।

ক্রিজে ছিলেন মাহমুদউল্লাহ। ব্রাভো-রাসেলদের বোলিং তোপে তিনি শেষ পর্যন্ত জেতাতে পারেননি। বাংলাদেশ ৩ রানে হেরে যায়। জয় অনেক কাছে এসেও দেখা দিলো না।

মাহমুদউল্লাহদের সামনে ছিলো আজ শেষ সুযোগ। বিশ্বকাপের সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে উইন্ডিজের বিপক্ষে জয় ছাড়া কোন বিকল্প ছিলো না। এমন ম্যাচে তীরে এসে তরি ডুবালো টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়লো মাহমুদউল্লাহ’র দল।

এ হারের কারণে চলমান টি-বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটুকুও শেষ হয়ে গেলো।

প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৪৩ রান।

এ লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান করে লাল সবুজের বাংলাদেশ। শেষ দিকে জয়ের খুব কাছে গিয়ে পারলো না ব্যাটাররা। শেষ বলে বাংলাদেশের প্রয়োজন ছিলো মাত্র ৪ রান। তবে উইকেটে মাহমুদউল্লাহ থেকেও সেই রান নিতে ব্যর্থ হয়েছেন।

৮ রানে সাজঘরে মুশফিক

দলীয় স্কোর শত রাত ছুঁয়ার আগে ৪ উইকেট পড়ে গেলো বাংলাদেশের। ১৫ ওভারে বাংলাদেশ করে ৯৯ রান। সর্বশেষ উইকেট মুশফিকুর রহিম। তিনি ৭ বলে ৮ রান করে আউট হয়ে যান।

জয়ের দিকে চোখ রেখে এগোচ্ছেন মাহমুদউল্লাহ ও লিটন।

টাইগারদের ৩ উইকেট শেষ

দলীয় ৭০ রানের মাথায় দুই ওপেনারসহ ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এদিন নিয়মিত ওপেনার মোহাম্মদ নাঈমের সঙ্গে ব্যাট করতে নামেন সাকিব আল হাসান।

নাঈম ১৯ বলে ১৭ রান করে এবং সাকিব ১২ বলে ৯ রান করে আউট হন। পরে সৌম্য সরকারও আউট হয়ে যান। তিনি ১৩ বলে ১৭ রান করেন।

বাংলাদেশের সামনে ১৪৩ রানের লক্ষ্য

মাহমুদউল্লাহদের সামনে আজ শেষ সুযোগ। বিশ্বকাপের সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে উইন্ডিজের বিপক্ষে জয় ছাড়া কোন বিকল্প নেই। এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাই বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৪৩ রান।

বাঁচা-মরার এ ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে ক্যারিবিয়ান ব্যাটারদের চাপে রাখে বাংলাদেশ। শুরুতেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। তার শিকার এভিন লুইস। এরপর মাহেদির বলে বোল্ড হয়ে আউট হন ক্রিস গেইল।

দলীয় ৩২ রানে শিমরন হেটমায়ারকে ফিরিয়ে উইন্ডিজকে চেপে ধরে বাংলাদেশ। তবে শেষ দিকে ক্রিজে এসে বিস্ফোরক ইনিংস খেলতে শুরু করেন নিকোলাস পুরান। তবে দলীয় ৯৯ রানে তাকে আউট করেন শরিফুল ইসলাম।

সাজঘরে ফেরার আগে এই ব্যাটার ২২ বলে ৪৪ রান করে। পুরান ফিরে গেলে ক্রিজে এসে আবার তাণ্ডব শুরু করেন জেসন হোল্ডার। শেষ দিকে তার ব্যাটিং নৈপুণ্যে ১৪২ রান করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।

পোলার্ড রিটায়ার্ড, রান আউটের ফাঁদে রাসেল

১২ ওভারে ৪ উইকেটে ৬২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১২ ওভার শুরুর পর আচানক পোলার্ড ব্যাট হাতে মাঠ ছাড়েন। কি কারণে মাঠ ছেড়েছেন তা জানা যায়নি।

তার স্থানে ব্যাট করতে এসে রান আউট হয়ে ফেরেন আন্দ্রে রাসেল।

হেটমায়ারও আউট, চাপে উইন্ডিজ

শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দিয়েছেন মাহেদি হাসান। হেটমায়ার ৭ বলে ৯ রান করে আউট হয়ে যান। এটা মাহেদির দ্বিতীয় উইকেট। এর আগে ক্রিস গেইলকেও আউট করেন তিনি।

৭ ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে রয়েছে উইন্ডিজ। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন কাইরন পোলার্ড। তিনি রোস্টন চেসের সঙ্গে ব্যাট করছেন।

গেইল বোল্ড, ২ উইকেট হারালো উইন্ডিজ

সেমিফাইনালের স্বপ্ন এখনো আছে বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় মাহমুদউল্লাহ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ক্যারিবীয়রা। প্রথম ওভারে বল হাতে আসেন শেখ মাহেদি হাসান। এরপর বল হাতে আসেন তাসকিন আহমেদ। এই দুই বোলার ভালো ভাবে বোলিং করলেও উইকেটের দেখা পায়নি। তবে মোস্তাফিজের বোলে কোনঠাসা হয়ে পরে উইন্ডিজ। ফিজের বোলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেছে এভিন লুইজ।

এই ব্যাটার আউট হওয়ার আগে করেন ৯ বলে ৬ রান। পরের ওভারে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলকে সরাসরি বোল্ড করেন শেখ মাহেদি হাসান। গেইল সাজঘরে ফেরার আগে করেন ১০ বলে ৪ রান।

দুই পরিবর্তন, বোলিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে শারজায় মুখোমুখ ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ইতোমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। গত ম্যাচের মতই টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করব। পরিসংখ্যানের দিকে আমাদের তাকাতে হবে। তাদের ব্যাটিং অর্ডারের গভীরতা অনেক। তাই আমরা চেষ্টা করব একটা মোটামুটি সংগ্রহের মধ্যে তাদের আটকে দিতে এবং সেটা সফলভাবে তাড়া করতে।’

তিনি বলেন, ‘নুরুল হাসান খেলছে না। সৌম্য সরকার এসেছে। নাসুম আহমেদও নেই এবং তাসকিন এসেছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। উইকেট কিপার নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে জায়গায় পেয়েছেন সৌম্য সরকার। আর স্পিনার নাসুমের পরিবর্তে আবারও একাদশে ফিরেছেন তাসকিন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজ, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কায়রন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়েন ব্র্যাভো, আকেয়াল হোসিন, রবি রামপল।

Related Articles

Back to top button