নির্বাচনের খবর

আজ কোথায় একপেশে ৭ জানুয়ারির নির্বাচিত এপমিরা

দ্বাদশ সংসদ নির্বাচনের বছর না ঘুরতেই হোঁচট খেয়ে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামীলীগ। আজ দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট পার্সেন্টেজের নাটকীয়তার এক বছর পূর্ণ হলেও সেই নাটকীয় ভোটের মাধ্যমে জয়যুক্ত সরকার ক্ষমতাচ্যুত এবং সাংসদরাও দেশত্যাগ বা দেশেই গাঁ ডাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু গত দ্বাদশ সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোটের মধ্যে ২৯৮ আসনের মধ্যে ২২৩ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। এরমধ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-১,২,৩,৪ আসনে আওয়ামীলীগ জয়লাভ করলেও সারাদেশে অর্জিত জাতীয় পার্টির ১১টি আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি জয়লাভ করে। তবে গত ৫ই আগস্ট ছাত্র আন্দোলনে গণঅভুত্থানের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে সংসদ ভেঙে দেয়া হয়। এরপরই আওয়ামীলীগের নাটকীয় নির্বাচনের সাংসদদের সকল ক্ষমতার উৎস মাটিতে লুটিয়ে পড়ে।

সূত্র মতে, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আওয়ামীলীগ থেকে  মনোনীত হন গোলাম দস্তাগীর গাজী। পরবর্তীতে বিপুল ভোটে জয়ী হয়ে টানা চার বারের মত সাংসদ হলেও ৫ই আগস্টে আওয়ামীলীগের সরকারের পতন সংসদ ভেঙে দেয়া হলে আত্মগোপনে চলে গেলেও সেই খান থেকেই গত ২৫ই আগস্ট গ্রেফতার হয়ে ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাবরণ করছেন। এছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম বাবু আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে টানা চার বারের মত সাংসদ হন। পরবর্তীতে তাঁকে সাংসদের হুইপ করা হলেও ৫ই আগস্টে আওয়ামীলীগের সরকারের পতন সংসদ ভেঙে দেয়ার আগেই দেশত্যাগ করেন বাবু। বর্তমানে ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামী হয়ে দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছে। নারায়ণগঞ্জ-৩ আসনে টানা দুবার মনোনয়ন বঞ্চিত হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে কায়সার হাসনাত টানা দুবারের জাপা সাংসদ খোকাকে বিপুল ভোটে হারিয়ে দ্বিতীয়বারের সাংসদ হলেও সংসদ নির্বাচিত হওয়ার ৭মাসের মধ্যেই আওয়ামীলীগের সরকারের পতন সংসদ ভেঙে দেয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন। এখনও তার কোন প্রকার হুদিশ পাওয়া যায়নি। এছাড়া ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামীও হয়েছেন।

এছাড়া নারায়য়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান সবচেয়ে বিতর্কিত নেতা হিসেবে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়া হয়। পরবর্তীতে বিপুল ভোটে জয়লাভ করলেও ৫ই আগস্টে আওয়ামীলীগের সরকারের পতন সংসদ ভেঙে দেয়া হলেও আত্মগোপন চলে যান। এর আগে জুলাইয়ের ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে সন্ত্রাসী বাহিনীদের দ্বারা গুলি চালায় শামীম ওসমান। গুলি চালানো এবং ছাত্র হত্যার প্রায় অর্ধ শতাধিক মামলার আসামী হয়েছেন শামীম ওসমান। দেশত্যাগ করে পালিয়ে প্রথমে তাঁকে ভারতে দেখা গেলেও বর্তমানে সে দুবাইতে অবস্থান করছেন। এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে টানা তৃতীয়বারের মত জাপা প্রার্থী হয়ে সংসদ নির্বাচিত হয়েছিলেন। ৫ই আগস্টে আওয়ামীলীগের সরকারের পতন সংসদ ভেঙে দেয়া হলে আত্মগোপনে থেকে এখনো স্বৈরাচারের দোসর হিসেবে ব্যবসায়ীক মহলে বিভিন্ন অপকর্ম সংগঠিত করার প্রচেষ্টা চালাচ্ছেন। এছাড়া ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার একাধিক হত্যা মামলার আসামী হয়ে এখনো ঢাকায় সেলিম ওসমান অবস্থান করলেও গ্রেফতার হচ্ছে না। তবে গত ২০২৪ সালের ৭জানুয়ারি নারায়ণগঞ্জের সকল সাংসদরাই সাংসদ নির্বাচিত হয়ে বর্ণিল স্বপ্নে মেতেছিলেন। কিন্তু ২০২৫ সালের ৭জানুয়ারি এখন সেই সাংসদের কাছে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন।

Related Articles

Back to top button