সোনারগাঁয়ের খবর
আগামীকাল ভোর সকাল থেকে চলবে দোয়েল ও স্বদেশ পরিবহন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট কাটিয়ে আগামীকাল (৮ নভেম্বর) ভোর সকাল থেকে সোনারগাঁ থেকে দোয়েল ও স্বদেশ যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে যথাযথ কর্তৃপক্ষ।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার সকাল থেকে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন বন্ধ রেখেছেন খাতটির মালিক-শ্রমিকেরা।
শুক্রবার সকাল থেকে সোনারগাঁওয়ে কোনো বাস চলতে দেখা যায়নি। অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ অবস্থায় তাঁরা বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু সে জন্য যাত্রীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া।