অর্থ লেনদেনের অভিযোগ এনে সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতার পদত্যাগ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপÍর সম্পাদক মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যে দল থেকে পদত্যাগ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক শাহ আলম হোসাইন। শাহ আলম হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব আইডিতে দল থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি শাহ আলম হোসাইন, নব গঠিত সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। তিনি আরো লিখেন, আমি বিএনপিকে ভালবাসি আজীবন ভালবেসে যাব সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে গনতন্ত্র পুনরুদ্ধার সামনের দিনে আন্দোলনে আমি ইনশাল্লাহ একজন ক্ষুত্র বিএনপির কর্মী হিসেবে প্রতিটি প্রেগামের মাধ্যমে অংশ গ্রহন করব। আমার জন্য সবাই দোয়া করিবেন সবার সাথে রাজপথে থেকে নি:স্বার্থে খালেদা জিয়ার মুক্তি চাই।
এব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগকারী নেতা শাহ আলম হোসাইন জানান, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে এখানে এসেছি। দলের দুঃসময়ে ছাত্রদলের নেতৃত্ব দিয়ে স্বেচ্ছাসেবক দলের জেলার সহ-সম্পাদক হয়েছি। আওয়ামীলীগ সরকার হঠাও আন্দোলন থেকে খালেদা জিয়ার মুক্তি ও তারেক জিয়ার নির্দেশে রাজপথে থেকে হামলা মামলার শিকার হয়েছি। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে অনেক ভালবাসেন। তাদের ভালবাসায় আমি এখানে আসতে পেরেছি। কিন্তু গতকাল থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে সেখানে যারা এসেছে তাদের সবাইকে আমি যোগ্য মনে করি। কিন্তু আমি জেলার স্বেচ্ছাসেবক দলের একজন সহ-সম্পাদক হিসেবে আমাকে থানা কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে যা আমার জন্য অবমুল্যায়ন। কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা অনেকেই দুইদনি ধরে রাজনীতিতে এসেছে। আমি মনে করি থানা স্বেচ্ছাসেবক দল যারা গঠন করেছেন তারা অর্থের বিনিময়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নব্য বিএনপি নেতাদের দলে টেনেছেন। যা দলের জন্য অমঙ্গল। সে জন্য আমি কেন্দ্রীয় নেতৃৃবন্দকে দায়ী করবো যারা দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে দলের শক্তি বৃদ্ধির পরিবর্তে দলকে দূর্বল করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আমি অবশেষে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে বলবো দল এবং খালেদা জিয়া ও তাদের রহমানের হাতকে শক্তিশালী করতে আহবায়ক কমিটি ভেঙ্গে নতুন কমিটি করুন যারা খালেদা জিয়াকে মুক্তি করে গনতন্ত্র পূর্ণরুদ্ধার করতে পারবে।