নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের টিভি কাপ ডিগবার ফুটবল ফাইনাল খেলায় রাইয়ান ট্রেডার্স চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌর এলাকার সাহাপুর সাব রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোয়ালদী যুব সংঘ ক্লাবকে ২ -১ গোলে পরাজিত করে রাইয়ান ট্রেডার্স।
এতে প্রধান অতিথি ছিলেন,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শাহজালাল মিয়া, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ- সভাপতি আরমান হোসেন মেরাজ, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বাবু, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, মাসুম মাহমুদ, আব্দুল মতিন, আনিছুর রহমান, আমিনউদ্দিন, সালাম মিয়া প্রমুখ।
খেলায় সার্বিক তত্বাবধানে অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি সামসুদ্দোহা রাসেল ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।