নির্বাচনের খবর

টয়লেটে অবরুদ্ধ ছিলেন ছাত্রলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচন ভোট চলাকালে প্রভাব বিস্তার করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে টয়লেটে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন ছাত্রলীগ সভাপতি ও অনুগামীরা। পরে বিজিবি ও র‌্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ নভেম্বর বেলা ১২টার দিকে মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ শতাধিক লোকজন নিয়ে ৬৯নং পশ্চিম মাসদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে। তারা ৪নং বুথে গিয়ে সকলকে শাহজাহান মাতবরের পক্ষে ভোট দিতে আহবান ও স্লোগান দেন। এখানকার বর্তমান মেয়র জাকারিয়া জাকির অভিযোগ তুলেন রিয়াদ লোকজন নিয়ে শাহজাহান মাতবরের পক্ষে সীল মারছে। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লোকজন ধাওয়া করলে রিয়াদ একটি কক্ষে অবস্থান করেন।

এক পর্যায়ে ‘জয় বাংলা’ স্লোগানদিয়ে ছাত্রলীগের লোকজন প্রভাব বিস্তার করতে চাইলে পুলিশ গিয়ে বাধা দেয় ও ব্যাপক লাঠিচার্জ করে। তখন তারা ধাওয়া খেয়ে স্কুলের টয়লেটে গিয়ে অবস্থান নেন। অবরুদ্ধ হয়ে পড়েন তারা। পরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। বেলা ১টায় সেখানে যান বিজিবি ও র‌্যাব সদস্যরা। ওই সময়ে পুলিশ রিয়াদকে ছেড়ে দিলে চলে যান। এর কিছু সময়ে পরেই ভোট কেন্দ্রে প্রবেশ করে দুই মেম্বার প্রার্থীকে শাসিয়ে দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম।

Related Articles

Back to top button