সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিজয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ শনিবার সকালে ইউএনও দিপন দেবনাথের সভাপতিত্বে শেখ রাসেল ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে শহীদ মজনু শাহ পার্কে বিজয় স্তম্ভে, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুলের শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূই, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

Related Articles

Back to top button