সোনারগাঁও পৌরসভা বিএনপির কমিটি গঠনের লক্ষে সভা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
জাতীয়তাবাদী দল বিএনপির সোনারগাঁও পৌরসভা শাখার কমিটি গঠনের লক্ষে সোমবার বিকালে পৌর এলাকার চৌদানা সবুজ ছায়া রিসোর্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম টিটু, মোশারফ হোসেন, অধ্যাপক ওয়াহিদ-বিন-ইমতিয়াজ বকুল, নুরুন নাহার, শাহ আলম মুকুল, সোনারগাঁও পৌরসভা বিএনপির আহবায়ক হাজী শাহজাহান মেম্বার, মোতলেব কমিশনার, আলহাজ শফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
এসময় সোনারগাঁ থানা মহিলা দলের সভানেত্রী রোমা কমিশনার, সাধারণ সম্পাদিকা সালমা কমিশনার, থানা যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান, সোনারগাঁ থানা যুব দলের যুগ্ম-আহবায়ক নূর-এ-ইয়াছিন নোবেল, আশরাফ মোল্লা, মোঃ নিজাম উদ্দিন, পৌর বিএনপি নেতা আঃ রাহিম, থানা ছাত্রদল নেতা পনির হোসেন, এ্যাডঃ সাদ্দাম হোসেন, সাদিকুর রহমান সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।