সোনারগাঁ

চেয়ারম্যান মাসুমের দল জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে পিরোজপুর

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

সবকটি ম্যাচে টানা জয় নিয়ে ফাইনালে পৌঁছেছে খ্যাতনামা ক্রিকট প্রেমি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের দল পিরোজপুর পাইরেটস অব মেঘনা।

রোববার সোনারগাঁও পৌরসভার শেখ রাসেল স্টেডিয়ামে প্রথম সেমি ফাইনালে টানটান উত্তেজনায় শ্বাসরুদ্ধকর দর্শক মাতানো ক্রিকেট খেলায় ৩ উইকেটে বারদী ইউনিয়ন পরিষদের জহির চেয়ারম্যানের দল বারদী বুলসকে পরাজিত করে জয়ের হাসি হেসে অপরাজিত ভাবে ফাইনালে পৌঁছেছে পিরোজপুর পাইরেটস অব মেঘনা। এ জয়ের সুবাদে ফাইনাল খেলা নিশ্চিত করলো চেয়ারম্যান মাসুমের সতীর্থরা।

সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলার শুরুতে বারদী বুলস টসে জিতে ব্যাটিং করে ২০ ওভারে ১২৫ রান করে ১২৬ রানের টার্গেট ছুড়ে দেন পিরোজপুর পাইরেটস অব মেঘনাকে। পিরোজপুর পাইরেটস অব মেঘনা ৭ উইকেট হারিয়ে ১৭ ওভার ৪ বলে টার্গেট এ পৌছে যায়।

এ সময় দর্শকের মন মাতানো চার-ছক্কার এই খেলা দুই জন জনপ্রতিনিধিসহ হাজার হাজার লোকজনকে উপভোগ করতে দেখা গেছে। কানায় ভরে উঠেছে শেখ রাসেল স্টেডিয়াম।

পরে খেলায় জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ইউএনও আতিকুল ইসলাম, ওসি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button