সোনারগাঁ উপজেলার বারদী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ দীপক কুমার বনিকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও খাদ্য বিতরণের আয়োজন করেন।
১৫ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২ টায় উপজেলার বারদী এলাকায় রিবর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া আলোচনা সভা ও খাদ্য বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বিল্লাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মোহসিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক পারভেজসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। শোকাবহ দিনটি প্রতিবারের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় পালন করেন কৃষিবিদ দীপক কুমার বনিক।