রাজনীতিসোনারগাঁয়ের খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলনের মুক্তির দাবিতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন সোনারগাঁ থানা, পৌরসভা ও সোনারগাঁও ডিগ্রী কলেজ ছাত্রদল।
সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল, শফিকুল ইসলাম, তাইজুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম আহমেদ, সোনারগাঁ ডিগ্রী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক আল মামুন, থানা ছাত্রদের নেতা শাহাদাত হোসেন রনি, পৌর ছাত্রদল নেতা রনি, মাসুম, মোশারফ হোসেন প্রমূখ মিছিলে নেতৃত্ব দেন।