সোনারগাঁয়ের খবর
সাংবাদিক খোকনের মা এর মৃত্যুতে সাংবাদিকদের সমবেদনা প্রকাশ
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাব এর প্রচার সম্পাদক ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এস আই খোকনের মা জাহেরা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
বৃহস্পতিবার রাত সারে ৭ টায় নিজ বাড়িতে বৃদ্ধিজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার রাত ১০ টায় নামাজে জানাজা শেষে মরহুমার মরদেহ পিরোজপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাব, সোনারগাঁ টাইমস পরিবার ও বিভিন্ন সংগঠন ও সংবাদ মাধ্যম। সাংবাদিক খোকনের মা এর মৃত্যুতে আমরা শোকাভিভূত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনাচ্ছি।