রাজনীতি

সোনারগাঁয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

যথাযোগ্য মর্যাদায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নিউটাউন বেপারী বাজার সংলগ্ন মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা ও পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অংগসংঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও হাজী জয়নাল মেম্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

প্রধান বক্তা ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি কাজী নজরুল ইসলাম টিটু,সোনারগাঁ পৌর বিএনপির আহবায়ক হাজী শাহজাহান মেম্বার, সভাপতি কাঁচপুর ইউনিয়ন বিএনপি হাজী সেলিম রোমি,জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক,সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম,শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহঙ্গীর হোসেন,বৈদ্যারবাজার ইউনিয়ন সভাপতি তাইজুল ইসলাম সরকার,বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল রহমান মুন্সী, নোয়াগাঁ ইউনিয়ন বিএনপি সভাপতি ডা মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, সাধারণ সম্পাদীকা রুমা আক্তার, সোনারগাঁ থানা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জনি প্রমূখ।

Related Articles

Back to top button