নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ও শিক্ষক মশিউরকে দেখতে হাসপাতালে গিয়েছেন এমপি লিয়াকত হোসেন খোকা।
নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা বুধবার সন্ধায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীন সাংবাদিক মশিউরের খোঁজখবর নেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমানকে নির্দেশ দেন হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার।
এ সময় সাথে ছিলেন, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পদক আবু নাঈম ইকবাল, নয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক চুন্নু চেয়ারম্যান প্রমূখ।
উল্লেখ্য, সাংবাদিক মশিউর সোনারগাঁও প্রেসক্লাবের সদস্য, দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও সোনারগাঁও জি.আর. ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা স্বপ্নদ্বীপ শপিং মলের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতের ছোট ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে রাতেই সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।