জাতীয়

সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো হবে- জাফরুল্লাহ চৌধুরী

পত্রিকার পাতা থেকে, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশেও শ্রীলঙ্কার মতো অবস্থা হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।

সরকার সুষ্ঠু নির্বাচনের পথে না হাঁটলে শ্রীলঙ্কায় যা ঘটছে, তেমন কাহিনি এখানেও সৃষ্টি হতে পারে।

গতকাল মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট আয়োজিত সভায় এসব কথা তিনি বলেন। বর্তমান বাংলাদেশের অবস্থা খুব খারাপ ’উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, শান্তির দ্বীপ ও শিক্ষিত মানুষের দেশ শ্রীলঙ্কার কী অবস্থা হয়েছে। সেখানে আগুন জ্বলছে, গণহারে দারিদ্র্য বাড়ছে। বাংলাদেশ সেদিকে যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকতে ইসলাম ঐক্যজোটের সমন্বয়ক শাহ সুফি শামসুল আলম । আরও বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান , আশিকীনে আউলিয়া ঐক্য পরিষদের মহাসচিব হানিফ নূরী প্রমুখ ।

Related Articles

Back to top button