ভেবেছো করবে শুরু রমজানে
থাকবে কিনা কাল সকালে কে জানে
বলেছো করবে শুরু রমজানে
বাচবে কিনা কাল সকালে কে জানে
এমন বান্দা ছিলো কতো
তারাও হয়েছে গত
তাদের জীবনে আর আসেনি তো রমজান
শুরুর আগেই কভু শেষ হয়েছে সে জীবন
তাদেরও ইচ্ছে ছিলো করবে শুরু রমজানে
হবে নাকো তাদের শুরু আর কোনো দিনে
ইবাদত নয়রে শুধু করলে হবে রমজানে
থাকতে হবে প্রভুর পানে প্রতিটি ক্ষণে
রমজানে হোক তবে বেশি বেশি ইবাদাত
এ মাসে আছে যে নাজাত ও রহমত
এখনই হোক সে শুরু ইচ্ছা যা রমজানে
থাকবে কিনা কাল সকালে কে জানে
এখনই হোক সে শুরু করবে যা রমজানে
বাচবে কিনা কাল সকালে কে জানে।