বাংলাদেশী কূটনীতিকের যৌন কেলেঙ্কারির ঘটনা ভারতের গণমাধ্যমে
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
উচ্চ-পদস্থ একজন বাংলাদেশী কূটনীতিকের যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়টি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াতে ছড়িয়ে পরেছে।
এ ঘটনায় ভারত থেকে ওই কূটনীতিককে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভাগীয় তদন্ত শুরু করবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
ওই কূটনীতিক কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে কর্মরত ছিলেন।
ভারতের আরেকটি গণমাধ্যম ‘আজ তাক’ কে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান বলেন, ভারতীয় এক নারীর সাথে অনলাইনে যৌনালাপ ও অশ্লীল ভিডিও চ্যাটে অংশ নেওয়ার ঘটনা জানার সঙ্গে সঙ্গেই তাকে ঢাকায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সামাজিক মাধ্যম সূত্রেই এ ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন বলেও জানান তৌফিক হাসান।
প্রাথমিক তদন্তের পরই অভিযুক্ত কর্মকর্তাকে ২৬ জানুয়ারি ঢাকায় এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন তার বিষয়ে মন্ত্রণালয় বিভাগীয় তদন্ত করছে।
তৌফিক হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, “কিছুদিন আগে একটি ফেসবুক আইডি থেকে আমাদের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মেসেঞ্জারের মাধ্যমে একটি ভিডিও পাঠানো হয়। ওই ভিডিওটি দেখেই আমরা জানতে পারি যে ডেপুটি হাই কমিশনে নিযুক্ত একজন কূটনীতিক এক নারীর সঙ্গে অশ্লীল চ্যাট করেছেন।”
সূত্র: ইন্ডিয়া টুডে, বিবিসি