”হাতি দিব উঠাইয়া, নৌকা দেব ডুবাইয়া” প্রতীক পেয়েই তাক লাগানো শো-ডাউন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রতীক গ্রহণের পর তাক লাগানো শো-ডাউন করেছন।
শো-ডাউনে শ্লোগানের মধ্যে উল্লেখযোগ্য ছিল ”’হাতি দিব উঠাইয়া, নৌকা দেব ডুবাইয়া।”এসময় বিএনপির স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের তার পাশে দেখা গেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জেলা নির্বাচন অফিস থেকে কয়েক হাজার লোকের এই তাক শো-ডাউন নিয়ে নগরীর চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক হয়ে ২ নং রেলগেট, ডিআইটি, নগর ভবন ঘুরে নিতাইগঞ্জ ঘুরে ভোটারদের কাছী ভোট চান।
এসময় তৈমুরের পাশে দেখা যায়, জেলা বিএনপ সম্পাদক এটিএম কামাল, সহ সভাপতি নুর উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, প্রবীন বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সদস্য কাজী নজরুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রুহুল আমিন শিকদার, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগরের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়েশা ইসলাম দিনা, জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান স্বপন, মহানগর যুবদলের সাবেক নেতা রানা মুজিব, রশিদুর রহমান রশু, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মাগফুরুল ইসলাম পাপন, সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুর রহমান সাদ্দাম, জেলা শ্রমিক দলের মন্টু মেম্বার প্রমুখ।