সিদ্ধিরগঞ্জে র্যাবের হাতে জেএমবি সদস্য গ্রেপ্তার
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সিদ্ধিরগঞ্জ থানায় ‘সন্ত্রাস বিরোধী আইন’ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (১৮ ডিসেম্বর) ঢাকার ডেমরার শহর পল্লী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত আসামী সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. শাহাব উদ্দিন (৬১)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা ডেমরার শহর পল্লী আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ১০/১১/১২ এর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. শাহাবকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সক্রিয় সদস্য। আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।