সোনারগাঁয়ে আওয়ামীলীগের বর্ণাঢ্য বিজয় র্যালী
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় রালী বের করা হয়।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নেতৃত্বে মোগরাপাড়া চৌরাস্তার আওয়ামীলীগ অফিসের সামনে থেকে একটি বিজয় র্যালী বের হয়।
বিজয় র্যালীটি মোগরাপাড়া থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ, জেলা আওয়ামীলীেগর সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামীলীেগর সদস্য মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু প্রমূখ।