সোনারগাঁও পৌরসভার সিসিমপুর পরিচালকে বাড়িতে দুর্ধষ চুরি
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁও পৌরসভার সিসিমপির অনুষ্ঠনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলম মিয়ার খালি বাসায় দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রান্না ঘরের ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরে থাকা স্বর্ণালংকার ও আসবারপত্রসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় বাড়ির মালিক সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলম মিয়া জানান, তিনি তার সপরিবার নিয়ে ঢাকায় থাকেন। মাঝে মধ্যে পরিবার পরিজন ও সময় পেলে তিনি নিজে বাড়িতে এসে থাকেন। গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে এসে দেখতে পান রান্না ঘরের ভেন্টিলেটর ভাঙ্গা। এসময় তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান বাসার ভেতরে আসবারপত্র এলোমেলো। পরে দেখতে পান চোরেরা ঘরে প্রবেশ করে আলমারি থেকে রাখা কিছৃ স্বার্নালংকার ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায়, যার অনুমানিক মুল্য ৫০ হাজার টাকার মত হবে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বাসাটি পরিদর্শন করে জানান, চোরেরা খালি বাসা পেয়ে ২/১ আগে রান্না ঘরের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে চুরি করে নিরাপদে চলে গেছে। তিনি আরো জানান, চোরদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রাখবে।