সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে পর্নো ভিডিও সরবরাহের দায়ে গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
পর্নো ভিডিও এবং অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে সোনারগাঁ থেকে তিনজনকে আটক করেছে র্যাব -১১ । এসময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক এবং ছয়টি কার্ড রিডার জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়াপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সোনারগাঁয়ের নানাক্ষী এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে জাকির হোসেন (৩২), একই এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আনোয়ার হোসেন (২৬) এবং বেইলর এলাকার বাদশার ছেলে খোকন মোল্লা ( ২৬ )।
র্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে নয়াপুর বাজার এলাকায় আনোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে বিভিন্ন ধরনের পর্নো ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান প্রদান করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ।