সোনারগাঁয়ে মদ্য পাণে আরেক ছাত্রলীগ নেতার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁয়ের বিষাক্ত মদ পানে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় রাতে তিনি মদ্যপান করে। পরে তাকে আহত অবস্থায় ঢাকায় নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ছাত্রলীগ নেতার নাম সম্রাট হোসেন সোহান (২২)। তিনি ঝাউচর গ্রামের তোফায়েল আহমেদ স্বপন মিয়ার ছেলে।
এদিকে পরিবার সূত্রে এই ঘটনা নিশ্চিত করে জানান, সোহান শনিবার রাতে মদ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারী বিষাক্ত মদ্য পানে রাজধানীর মালিবাগে অবস্থিত একটি হাসপালে গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে থাকাকালীন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবুর (৩০) মৃত্যু হয়।