সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় মহাসড়কের বন্ধু পরিবহন বাস কাউন্টার এর সামনে থেকে মাদক পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কাছ থেকে ১৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল মোঃ আলমগীর হোসেন (৩৯) এবং মোঃ আলমগীর হোসেন (৫০)।

র‌্যাব-১১ জানায় বৃহস্পতিবার রাতে ঢাকাগামী একটি সন্দিগ্ধ কাভার্ড ভ্যানকে থামার জন্য সংকেত দিলে ড্রাইভার এবং হেলপার রাস্তার মধ্যে ট্রাক থামিয়ে দরজা খুলে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে দুই জনকে গ্রেফতার করা হয়।

এসময় পালানোর কারণ জিজ্ঞাসা করলে উভয়ের কথায় অসংগতি পরিলক্ষিত হয়। পরবর্তীতে আরো জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে বলে স্বীকার করে। তল্লাশী করে কাভার্ড ভ্যানের ড্রাইভারের সিটের পিছনে একটি প্লাস্টিকের বস্তায় এবং সামনে ড্যাসবোর্ডের নীচে গোপন কুঠুরীতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ১৮৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিনব কায়দায় মাদক পরিবহন ও ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button