নির্বাচনের খবর
কুরজু ও মেম্বার প্রার্থী সাত্তারের নেতৃত্বে পিরোজপুর নৌকার পক্ষে আনন্দ মিছিল(ভিডিও)
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় নৌকার মাঝি হিসাবে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গরীব দুংখী মেহনতী মানুষের প্রাণ বন্ধু ও মানবতার ফেরীওয়ালা খ্যাত চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম।
সেই খুশীতে সোমবার বিকেলে পিরোজপুর গ্রামে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত নেতা কর্মী ও সমর্থকরা নৈাকার পক্ষে আনন্দ মিছিল করেন।
পিরোজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুস্ সাত্তার ও আওয়ামীলীগ নেতা কুরজুর নেতৃত্বে আনন্দন মিছিলে উপস্থিত ছিলেন, সিরাজ মুন্সী, মাওলানা খোরশেদ আলম, আমীর হোসেন আমু, বিল্লাল মোরশেদী, রাজনীতিবিদ পাবেল, শাহীনসহ শত শত নেতা কর্মী ও সমর্থকরা।
এ সময় তারা হাতে তাঁলি আর শ্লোগান দিয়ে বলতে থাকেন, জয় বাংলা জিতবে আবার নৌকা, মাসুম ভাইয়ের মার্কা নৌকা মার্কা।