সোনারগাঁসোনারগাঁয়ের খবর

আ’লীগের পার্টি অফিস আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন আহবায়ক ফিরোজ মোল্লা

 

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কার্যালয় গত মঙ্গলবার দুর্বৃত্তরা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক ফিরোজ মোল্লা।

৭ ফেব্রুয়ারি রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন কালে ইউনিয়ন আ’লীগের প্রবিন নেতা ও আহবায়ক ফিরোজ মোল্লাকে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, আগুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবিসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ সময় ফিরোজ জামান মোল্লা বলেন, পার্টি অফিস আগুনে পোড়ার ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছি স্থানীয় প্রশাসনকে। এই ঘটনার আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার মোহাম্মদ রুহুল আমিন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। সৈয়দ মোস্তফা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ বাদল মেম্বার সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ আব্দুল খালেক সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ও রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

Related Articles

Back to top button