নবনির্বাচিত চেয়ারম্যান শামসুল ভুইয়ার দায়িত্ব গ্রহন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভুইয়া অনুষ্ঠানিক ভাবে উপজেলা কার্যালয়ে চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহন করেছেন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি এ দায়িত্ব গ্রহন করেন। এর আগে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর ধানমন্ডি -৩২ নম্বরে বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরে অবস্থিত সিটি কবরস্থানে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ কে এম শামসুজ্জোহা ও তার স্ত্রী ভাষা সৈনিক নাগিনা জোহাসহ সকল মুক্তি যোদ্ধাদের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার ( ইউএনও ) আতিকুল ইসলাম, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমসহ প্রমুখ ।