সোনারগাঁয়ের খবর
সোনারগাঁয়ে শখের কিনা এক কুরবানীর গরুর মারা গেছে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের করম আলীর কুরবানীর গরুর স্ট্রোক করে মারা যাওয়ার খবরে হতবাগ করম আলী পরিবারের সদস্যরা।
মমঙ্গলবার সকাল ১০টায় হঠাৎ পরে গিয়ে ধাপড়ানোর পর মারা গেল শখের কিনা কুরবানীর গরুটি- এমন করে বলেই কেঁদে ফেললেন করম আলী।
জানা গেছে, নিন্ম আয়ের মানুষ করম আলী। নিজে একটি গাভির দুধ বিক্রি করেন, এক ছেলে মুদী দোকানদার ও বড় ছেলে দিন মজুর হলেও মনের দিক দিয়ে করম আলী ও তার ছেলেরা সমাজে বড় মনের মানুষ হিসেবেই পরিচিত। তাই তারা নিজেরাই আয়ের জমানো টাকা দিয়ে বাপ-ছেলে মিলে ৭৯,০০০/- টাকায় গত ১৭ জুলাই শনিবার দিন উপজেলার আনন্দবাজার হাট থেকে গরুটি কিনে আনেন।
করম আলীর বড় ছেলে জাহের আলী বলেন, অনেক শখ করে আমার ছোট ভই শাওন নিজে হাটে গিয়ে গরুটি কিনে আনছিল।