লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনের কঠোর নজরদারী
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সরকারের ঘোষিত লকডাউনকে অমান্য করে বিভিন্ন অপরাধের কারণে ৭ হাজার ৯শ টাকা জরিমানা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল ইসলাম। উপজেলা প্রশাসন কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১২জনকে এ জরিমানা করেন।
একটি মাছ বাজারে অভিযান চালিয়ে জরিমানা কালে কয়েকজন মাছের দোকানদার পালিয়ে যায় বলে জানা যায়। এক দিকে কঠোর লকডাউন ঘোষণা অন্য দিকে বিকাল ৫ টা পর্যন্ত কিছু দোকান খোলা রাখায় দিধাদ্বন্দ্বে পরেছে ব্যাবসায়ীরা। অপর দিকে ইচ্ছে করে এসে লকডাউন কি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে কি না তা দেখতে এসে ভ্রাম্যমান আদালতের নিকট জরিমানা গুনতে হয়েছে অনেককে।
সব কিছু মিলিয়ে সরকার ঘোষিত লকডাউন প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। সার্ভিস সহযোগিতায় রয়েছে সোনারগাঁ থানা পুলিশ। অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান উপজেলার বিভিন্ন রাস্তায় অবস্থান নেন। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে ঘুরাঘুরির না করা জন্য আহবান জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ পলাশ কুমার সাহ জানিয়েছেন আজকে ২৭জন করোনা আক্রান্ত হয়েছেন।উপজেলা বাসীকে প্রাণ বাঁচাতে সাবধানতা অবলম্বন করতে হবে। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। নিজেকে নিরাপদ ও পরিবারের সকলকে নিরাপদে রাখতে নিজে দায়িত্ববান হয়ে নিরাপদ থাকতে হবে।