সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রুহুল আমিন, ইউনিয়ন প্রতিনিধি সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ রাসেল আহম্মেদ খোকন এর নিজস্ব অর্থায়নে হত দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল , ১ কেজি ডাল।
গতকাল রবিবার সকালে উপজেলার মাঝেরচর বাসস্টান হাবিবুর রহমান প্লাজায় এ আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়। মহামারী করোনা পরিস্থিতিতে জামপুর ইউনিয়নের বেকার ও ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাঝেরচর এম এস জি কে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুগ্ম আহবায়ক কায়সার হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ইসলাম নান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দীন সাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম রবিন, জামপুর ইউনিয়ন ৩ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা মোহাজ্জেন হােসেন, উপজেলা প্রজন্ন লীগের সাবেক সভাপতি ফরিদ ভুঁইয়া, ইউপি সদস্য সানাউল্লাহ, ইউপি সদস্য মোঃ সুজন মিয়া, ১৬ নং মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ লুতৎফর রহমান, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মান্নান, যুবলীগ নেতা মোঃ বিল্লাল, মোঃ শাহারিয়া লিয়ন প্রমুখ
এ সময় হাজী রাসেল আহম্মেদ খোকন তার বক্তব্যে বলেন, মহামারি করোনা কালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নিদের্শনা অনুযায়ী নিজস্ব অর্থায়নে ১০০০ হাজার অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।