নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি মোহসীন সম্পাদক মাহাবুবুর
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মুহাম্মদ মোহসীন মিয়া ও মাহাবুবুর রহমান নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গননা শেষে রাত ১২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূইয়া।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত মোহসীন-মাহাবুবের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৭ পদের সবকটিতে বিজয়ী হয়েছেন। সভাপতি মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে বিজয়ীরা অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া।
সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন- রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরিফুল ইসলাম।
এদিকে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ দুই দলের শীর্ষ নেতাদের উপস্থিতি নির্বাচনে আমেজ বাড়িয়ে দেয়।