সংগঠন

মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কর্মহীন ১৫শ জন পেলেন খাদ্য সহায়তা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণিপেশার ৬ গ্রামের অসহায় দুস্থ ১৫শ জনের মাঝে এই খাদ্য সহায়তা উপহার হিসেবে বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে ঐ এলাকার অসহায় দুস্থ পরিবারের মাঝে এ উপহার বিতরণ ছাড়াও ১০টি দুস্থ পরিবারকে স্বাবলম্বী করতে ১০টি ছাগল উপহার দেওয়া হয়।

সমাজ সেবক ফাইজুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু।

মাতৃভূমি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মামুন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান লিটন, দৈনিক সমকাল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ও মাতৃভূমি সমাজ কণ্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন রতন, অ্যাডভোকেট শাহাজাদা ভূঁইয়া প সাংবাদিক নাসিরউদ্দীন প্রমখ।

Related Articles

Back to top button