সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় শাকসবজিভর্তি পিকআপ ভ্যান নিয়ে মহাসড়কে ওঠার সময় গাড়ির ধাক্কায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।
তাঁরা হলেন কবির হোসেন (৩৮) ও আমির মিয়া (৪৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। ১ মে শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেনের বাড়ি সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামে। আমির মিয়ার বাড়িও একই এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন খলিল মিয়া ও আল আমিন নামের দুই সবজি ব্যবসায়ী।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আজ ভোরে একটি পিকআপ ভ্যানে করে সবজি নিয়ে ঢাকার যাত্রাবাড়ীর দিকে রওনা হন চারজন সবজি ব্যবসায়ী। উপজেলার দড়িকান্দী এলাকায় মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামগামী একটি গাড়ি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে হতাহত হওয়ায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে, সেটি শনাক্ত করে চালককে আটক করার চেষ্টা চলছে।