সােনারগাঁ ড্রিমসের উদ্যোগে ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সামাজিক সেচ্ছাসেবী সংগঠন সােনারগাঁ ড্রিমসের পক্ষ থেকে ৩০০ রোজাদারের মধ্যে ইফতার বিতরন করা হয়েছে।
সােনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মােহাম্মদ হােসাইনের সার্বিক সহযােগিতায় শনিবার বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কর্মব্যস্ত রোজাদারদের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়।
সােনারগাঁ ড্রিমসের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মােহাম্মদ হােসাইন বলেন, করোনার লকডাউনে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ব্যতিক্রমধর্মী এ ইফতার আয়োজন করেছেন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন সােনারগাঁ ড্রিমস। বিনামূল্যে ইফতার পেয়ে আনন্দিত খেটে খাওয়া সাধারণ মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ ড্রিমস এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ফয়সাল, সোনারগাঁও পৌরসভা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ রাজিব, সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ, সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হৃদয় শিকদার, পরিবেশ রক্ষ ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, মহাসচিব মিযানুর রহমান, সহ সভাপতি বোরহান খান, আমিনুল ইসলাম আমিন, গাজী আরিফুর রহমান, সোহেল রানা, মোঃ মহসিন, মোহসিন সরকার,ঋতু আমিন, জিসান আহমেদ টিপু, নাঈম ভূইয়া প্রমুখ।