রাজনীতি

চাঁদাবাজ ও দখলবাজ কাউকেই ছাড় দেয়া হবেনা -সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম

নিজস্ব সংবাদদাতা :


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সিনিয়র ভাইস-চেয়াম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দোয়া ও আলোচনা সভা করেন।

গতকাল ১ নভেম্বর শুক্রবার বিকালে সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সনমান্দী ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, সোনারগাঁয়ে বিশৃংখলাকারী, চাঁদাবাজী, দখলবাজী বরদাস্ত করা হবেনা। বিগত সময়ে আওয়ামীলীগের সন্ত্রাসীদের দ্বারা দেশবাসী অনেক নির্যাতিত হয়েছে। দলের কেউ বিশৃংখলাকারী, চাঁদাবাজী, দখলবাজীর সাথে জড়িত থাকলে কাউকেই ছাড় দেয়া হবেনা।
অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে থানা বিএনপির সহ-সভাপতি শফি উদ্দিন মেম্বার, বারদী ইউনিয়ন পরিসদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ সামিমা আক্তার সাম্মি, থানা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক গাজী সামসুর রহমান মন্টু, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, সোনারগাঁ থানা যুবদলের ১ম যুগ্ম-আহবায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, থানা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ নজরুল ইসলাম, থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ মোল্লা, সোনারগাঁও পৌরসভা বিএনপির সহ-সভাপতি পনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, জেলা যুবদল নেতা গাজী রাজু আহমেদ রমজান, সোনারগাঁও পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি সেলিম মিয়া, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাইফুল মোল্লা, বারদী ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সনমান্দী ইউনিয়ন যুবদলের ১ম যুগ্ম-আহবায়ক জিয়াউল হক, সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসবক দলের সভাপতি মফিজুল ইসলাম প্রধান, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন সহ প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button