জাতীয়

সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছেন সোনারগাঁয়ের কৃতি সন্তান জোবায়ের

নিজস্ব সংবাদদাতা :


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সোনারগাঁ উপজেলার কৃতি সন্তান সিদ্দিক জোবায়ের।

গত সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সিদ্দিক জোবায়েরকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামের ছেলে। তাঁর এ সাফল্যে সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় লোকজন আনন্দিত। সিনিয়র সচিব পদে নিয়োগ পাওয়ায়, তাঁর এ সাফল্যে তাঁকে সকলেই অভিনন্দন জানান।

সোনারগাঁবাসী সিদ্দিক জোবায়েরের কাছে আশা করেন, তিনি যেন সোনারগাঁয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে।

Related Articles

Back to top button