মহান মে দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ ও শ্রমিক র্যালি করেছে, জামায়াত সমর্থীত শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে বিভিন্ন শ্রমিক সংগঠন।
বুধবার (১ মে) সকাল ৭টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বাসস্ট্যান্ড হতে
শুরু হয়ে সোনারগাঁ উপজেলার কাঁচপুর সিনহা গার্মেন্টস এর সামনে এসে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রেদওয়ানুল আজিমের পরিচালনায়
সভাপতির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণের সভাপতি শ্রমিক নেতা আব্দুল মান্নান।
এ সময় তারা শ্লোগান দেন, দুনিয়ার শ্রমিক এক হও লড়াই কর, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ, আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সফল হোক, মহান মে দিবস অমর হোক অমর হোক, মে দিবসের চেতনা ভুলি নাই ভুলবো না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি কমাতে হবে কমিয়ে দাও, এসো শ্রমিক দলে দলে শ্রমিক কল্যাণের পতাকা তলে, ভাত কাপড় বাসস্থান ইসলাম দিবে সমাধান, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ কর করতে হবে, নারী পুরুষ শ্রমিকের বেতন বৈষম্য দূর কর, শ্রমিকের অধিকার-দিতে হবে দিয়ে দাও।