সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চালে ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা :


সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় অবস্থিত “ইসলামপুর চায়না ব্যাটারি” নামের একটি ব্যাটারি তৈরি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটে নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফখরুদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Related Articles

Back to top button