সোনারগাঁয়ের খবর

পুলিশ না পারলেও জিহাদের সকল অপকর্ম থামিয়ে দিলো মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের দায়ে জিহাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে থামাতে পারেনি। জিহাদের সকল অপকর্ম চিরতরে থামিয়ে দিলো মৃত্যু।

সোমবার (২৮ মার্চ) ভোর ৪টায় কাচঁপুর বিসিক এলাকায় থেকে জিহাদের(২৫) লাশ উদ্ধার সোনারগাঁ থানা পুলিশ। সে কাচঁপুর উত্তরপাড়া এলাকার সবজি বিক্রেতা নাহিদ মিয়ার ছেলে।

জানা যায়, কাচঁপুর বিসিক এলাকায় এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতেই এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিহাদেরমৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসীর ধারণা, মাদক, ডাকাতি বা ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনায় জিহাদকে ধারালো অস্ত্র দিয়ে হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমার জানান, কাঁচপুর এলাকা থেকে জিহাদ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জাহিদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, ডাকাতি ও হেফাজতের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Related Articles

Back to top button